ফেনীতে গীতাপাঠ প্রতিযোগিতার বর্নিল আয়োজন
শহর প্রতিনিধি
শ্রীমদ্ভাগবত গীতা পাঠ প্রতিযোগিতা কুমিল্লা অঞ্চলের আয়োজনে এবং ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সার্বিক সহযোগিতায় ফেনী জয়কালী মন্দির প্রঙ্গনে বর্নিল আয়োজনের মাধ্যমে জমজমাট লড়াইয়ে অবতীর্ন হবে ফেনী সহ ৬টি জেলার ও ১টি মহানগরের গীতা পাঠের প্রতিযোগিগন।
শনিবার ১২ আগষ্ট সকাল ১০.৩০ মিনিটে উদ্বোধন হতে যাচ্ছে কুমিল্লা অঞ্চলের শ্রীমদ্ভাগবত গীতা পাঠের প্রতিযোগিতা অনুষ্ঠানের ১ম পর্ব।
এতে কুমিল্লা, কুমিল্লা মহানগর, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, ব্রাক্ষণবাড়ীয়া মোট ৬টি উপজেলা ও একটি মহানগরের সর্বমোট ৪২ জন লড়াই করবেন বলে জানিয়েছেন আয়োজক কমিটি।
প্রতিযোগিতা ঐ দিন বিকেলে অনুষ্ঠিত হবে সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফেনী জেলার মান্যবর জেলা প্রশাসক মুসাম্মৎ শাহীনা আক্তার।
সভাপতিত্ব করবেন ফেনী জেলা পুজা উদযাপন পরিষদের সম্মানীত সভাপতি ও ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শ্রী শুসেন চন্দ্র শীল।