ফেনীতে বাংলাদেশ হরিনাম সংকীর্তন সোসাইটির আঞ্চলিক কমিটি গঠন
সভাপতি শ্রী গোপাল চক্রবর্তী (নোয়াখালী) সাধারণ সম্পাদক- শ্রী খোকন চন্দ্র শূর (ফেনী) এবং কোষাধক্ষ্য-শ্রী পলক চক্রবর্তী (ফেনী)

শহর প্রতিনিধি-
বাংলাদেশ হরিনাম সংকীর্তন সোসাইটি কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুয়ায়ী ধর্মীয় ও মানবিক সেবার লক্ষে ফেনী নোয়াখালী লক্ষীপুর জেলা নিয়ে গঠিত হলো বাংলাদেশ হরিনাম সংকীর্তন সোসাইটির আঞ্চলিক কমিটি।
রবিবার বিকেলে (৩ সেপ্টেম্বর) ফেনী জয়কালি বাড়ী মন্দিরের অফিস কক্ষে শ্রী শ্রী বলদেব জিউর সম্প্রদায়ের সত্তাধিকারী শ্রী গোপাল চক্রবর্তীর সভাতিত্বে অনুষ্ঠিত সভায় ফেনী নোয়াখালী লক্ষীপুরের বিভিন্ন নাম সংকীর্তন পরিবেশন এর সত্তধিকারীগন উপস্থিত ছিলেন।
উক্তসভা পরিচালনা করেন শ্রী খোকন চন্দ্র শূর সত্তধিকারী শ্রী শ্রী জয়কালী মন্দির সম্প্রদায় ও শ্রী শ্রী রাধা মোহন সম্প্রদায় ফেনী।
সভার শুরুতে বিভিন্ন কীর্তনীয়া দলের সত্তাধিকারীগন ও শিল্পিবৃন্দ পরলোকগমন করেছেন তাদের আত্মার সদগতি কামনার্থে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে প্রার্থনা করা হয়।
দীর্ঘ আলোচনার পরে উপস্থিত সকল সদস্যদের মতামতের আলোকে এবং সর্বসম্মতিক্রমে বাংলাদেশ হরিনাম সংকীর্তন সোসাইটির আঞ্চলিক কমিটি গঠন করা হয়।
সভাপতি- শ্রী গোপাল চক্রবর্তী (নোয়াখালী) সহ-সভাপতি- শ্রী বিশ্বজিত সাহা,সাধারণ সম্পাদক- শ্রী খোকন চন্দ্র শূর (ফেনী) সহ-সাধারণ সম্পাদক- পংকজ বনিক, কোষাধক্ষ্য- শ্রী পলক চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক-শ্রী মরন সরকার, দপ্তর সম্পাদক- শ্রী বাবুল চন্দ্র দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক- শ্রী সজল চন্দ্র দাস, সদস্য পদে- শ্রী রুনু চক্রবর্তী।
এছাড়া সভায় একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
প্রধান উপদেষ্টা শ্রী শুসেন চন্দ্র শীল, চেযারম্যান ফেনী সদর উপজেলা পরিষদ ও সভাপতি ফেনী জেলা পূজা উদযাপন পরিষদ, উপদেষ্টা শ্রী তপন চন্দ্র দাস, সেক্রেটারি শ্রী জয়কালী মন্দির, উপদেষ্টা শ্রী টুটুল চন্দ্র দাস, পরিচালক,আবৃত্তি সাংস্কৃতিক কেন্দ্রে ফেনী।
সভায় ফেনী নোয়াখালী লক্ষীপুরের মোট (২২) বাইশটি নাম সংকীর্তন পরিবেশনকারী সত্তধিকারীগন অংশগ্রহন করেন।