সংগঠন সংবাদজাতীয়

সনাতন সম্প্রদায় থেকে নৌকার মনোনয়ন পেলেন যারা

বিশেষ প্রতিনিধি-

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রর্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

রবিবার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ৩০০ আসনের নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর মধ্যে সনাতন সম্প্রদায় থেকে ১৬ জনকে মনোনয়ন দেন বাংলাদেশ আওয়ামি লীগ।তারা হলেন-

সংসদীয় আসন ৩ ঠাকুরগাঁও—১ রমেশ চন্দ্র সেন,

সংসদীয় আসন ৬ দিনাজপুর—১ মনোরঞ্জন শীল গোপাল,

সংসদীয় আসন  ২১ রংপুর—৩  তুষার কান্তি মন্ডল

সংসদীয় আসন  ২৭ কুড়িগ্রাম—৩ সৌমেন্দ্র প্রসাদ পান্ডে

সংসদীয় আসন ৪৬ নওগাঁ—১ সাধন চন্দধ মজুমদার

সংসদীয় আসন ৪৮ নওগাঁ—৩ সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী

সংসদীয় আসন ৮৯ যশোর—৫  পংকজ ভট্টাচার্য

সংসদীয় আসন ৯২ মাগুরা—২ শ্রী বীরেন শিকদার

সংসদীয় আসন  ৯৯ খুলনা—১ ননী গোপাল মন্ডল

সংসদীয় আসন  ১০৩ খুলনা—৫ নারায়ন চন্দধ চন্দ

সংসদীয় আসন ১০৯ বরগুনা—১ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু

সংসদীয় আসন ১২৮ পিরোজপুর—২ কানাই লাল বিশ্বাস

সংসদীয় আসন  ১৫৯ নেত্রকোনা—৩ অসীম কুমার উকিল

সংসদীয় আসন ১৭৩ মুন্সীগঞ্জ—৩ মৃনাল কান্তি দাস

সংসদীয় আসন ২২৪ সুনামগঞ্জ—১ রনজিত চন্দ্র সরকার

সংসদীয় আসন  ২৫৫ কুমিল্লা—৭ প্রান গোপাল দত্ত

এছাড়াও উপজাতীয় থেকে ৩ জন কে মনোনয়ন দেওয়া হয় ।উল্লেখ যে,  আগামী ৭ জানিুয়ারী-২০২৪ ইং তারিখ দ্বাদশ জাতীয় সংসদ নির্বচনের তারিখ ঘোষনা করেন বাংলাদেশ নির্বাচন কমিশন।

 

আরো দেখুন

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button