নিজস্ব প্রতিনিধি-
ফেনীর সোনাগাজীর দক্ষিন চরচান্দিয়া গ্রামের দুর্জয় দাস (১৯) কে পাশের এলাকা মধ্য চেতরিয়া এক কৃষকের পানির ট্যাংকির ভিতর পাওয়া যায়।
শুক্রবার( ৮ডিসেম্বর) বিকেলে স্থানীয় দুই যুবক ট্যাংকির পাশ দিয়ে যেতে লাগলে হঠাত ভিতর থেকে জল নাড়ার আওয়াজ তাদের কানে আসে।
তারা বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে নিশ্চিত হয় যে এর ভিতর মানুষ রয়েছে। ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দিলে তারা এসে দুর্জয়কে উদ্ধার করে সোনাগাজী হাসপালে ভর্তি করা হয়। বর্তমানে সে শারিরীক ভাবে সুস্থ রয়েছে।
উল্লেখ্য যে, সোনাগাজী উপজেলার দক্ষিন চরচান্দিয়া গ্রামের মামার বাড়ীতে তার মা সহ বসবাস করে আসছে দুর্জয় দাস। গত কিছুদিন যাবৎ সে মানষিক সমস্যায় ভুগতেছিল।
৬ডিসেম্বর সকালর ১১ ঘটিকায় বাড়ি থেকে প্রথম দপে বের হয়ে গেলে খোঁজাখুঁজি করে তাকে বাড়িতে ফিরে আনলেও বিকেলে পূনরায় বাড়ি থেকে বের হয়ে যায়। তিন দিন যাবৎ অনেক খোঁজ করা হয়, সন্ধান ছেয়ে এলাকায় মাইকিং করা হয়। কিন্তু শুক্রবার দুপুর পর্যন্ত কোন সন্ধান মিলেনি।
বিকেলে লোকজন মারফত খবর পাওয়া গেল মধ্য চেতরিয়া গ্রামে সরকারি ভাবে নির্মিত এক কৃষকের রিজার্ভ রাখা ৮/১০ মিটার উঁচু পনির ট্যাংকির ভিতর থেকে ফায়ার সার্ভিসের লোকজন এক যুবককে উদ্ধার করে।
দুর্জেয়র আত্মীয় স্বজন গিয়ে সনাক্ত করে দুর্জয়কে মুমূর্ষু অবস্থায় সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহন করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্জয় শারিরীক ভাবে সুস্থ রয়েছে।