জেলা-সংবাদধর্মীয় অনুষ্ঠানসংগঠন সংবাদ

ফেনীতে অনুষ্ঠিত হলো শ্রী শ্রী অনুকূল ঠাকুরের ১৩৬তম আবির্ভাব তিথি।

বিশেষ প্রতিনিধি

সৎসঙ্গের প্রাণোদ্দীপনা যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৬তম শুভ আবির্ভাব তিথি ফেনীর জয় কালী মন্দিরে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতি ও শুক্রবার, ২ ও ৩ ফাল্গুল ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ ও ১৬ ফেব্রুয়ারী ২০২৪ খ্রীঃ ফেনী জেলা সৎসঙ্গের উদ্যোগে অনুষ্ঠানের মধ্যে ছিল কর্মী সম্মেলন, চিত্রাংকন প্রতিযোগিতা, ভক্তিগীতি গান, লীলা কীর্ত্তন, মাতৃ সম্মেলন, মহতী ধর্মসভা,

২ ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ ১৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যা ৭ ঘটিকায় লীলা কীর্ত্তন পরিবেশন করেন এপার ও ওপার বাংলা, বিশিষ্ট লীলা কীর্ত্তনীয়া গয়েশপুর, নদীয়া, ভারত থেকে আগত শ্রী মোহন কুমার সাহা।
এছাড়া ৩ ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ ১৬ ফেব্রুয়ারী ২০২৪ ইং তারিখ সকাল ১০.০০ ঘটিকায় পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সাম্যপ্রাণ এ পত্রিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হয় মাতৃ সম্মেলন।

শুনলে অনেক করলে না, ঠকলে কত বুঝলে না এ আলোচ্য বিষয়ের ওপর দুপুর দুই ঘটিকায় ফেনী জেলা সৎ সংঙ্গের সভাপতি শ্রী গৌবন্দ কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচন হিসেবে বক্তব্য প্রদান করেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গের সাধারণ সম্পাদক শ্রী তাপস চন্দ্র বর্মন।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ফেনী জেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক শ্রী কৃষ্ণময় বনিক।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শেষে সন্ধ্যা ৭.০০ ঘটিকায় ভাগবতীয় আঙ্গিকে বাউল গান পরিবেশন করেন আন্তজার্তিক খ্যাতি সম্পন্ন বাউল ইষ্টপ্রাণ শ্রী রথীন মিত্র।

আরো দেখুন

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button