জেলা-সংবাদধর্মসংগঠন সংবাদ

ফেনীতে পূজা উদযাপন পরিষদের মানব বন্ধন

শহর প্রতিনিধি :

ধর্ম যার যার রাষ্ট্র সবার, ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন, দেবোত্তর বোর্ড, হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়নের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

১৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেলে ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অনিল বণিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনিল নাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের ফেনী শাখার সভাপতি শুকদেব নাথ তপন, ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি হীরালাল চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফেনী জেলা শাখা সাধারণ সম্পাদক লিটন সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি রাজীব খগেশ দত্ত, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সমীর কর, বর্তমান সহ-সভাপতি নেপাল চন্দ্র শীল, শান্তি রঞ্জন চৌধুরী, সদর পূজা পরিষদের সভাপতি তপন বসাক, পৌর সভাপতি সমর দেবনাথ, পরশুরাম পূজা পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জীব সাহা, সোনাগাজী পূজা পরিষদের সভাপতি সমর দাস।

ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ মানববন্ধনে অংশ নেন।

ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ সভাপতি হীরা লাল চক্রবর্তী বলেন, বর্তমান সরকার দেশের অনেকগুলো ইস্তেহার বাস্তবায়ন করলেও হিন্দু সম্প্রদায়ের জন্য যে ইস্তেহার ঘোষণা করেছিলেন সেগুলো বাস্তবায়ন হয়নি। সংখ্যালঘুদের উপর নানা সময়ে হামলা হয়েছে, মন্দির, শশ্মান দখল হয়ে যাচ্ছে কিন্তু কোন ব্যবস্থা নেয়া হয়নি। রাষ্ট্রকে গণতান্ত্রিক উপায়ে পরিচালনার জন্য অনতিবিলম্বে দাবী বাস্তবায়ন করার আহবান জানান তিনি।

হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের ফেনী শাখার সভাপতি শুকদেব নাথ বলেছেন, আওয়ামী লীগ সরকার ঘোষণা দিলেও আজ অবধি হিন্দু সম্প্রদায়ের দাবী বাস্তবায়ন করেনি। এ সংসদ শেষ হওয়ার আগে যদি দাবী পূরণ করা না হয় আমরা মনে করব আমাদের সাথে প্রতারণা হয়েছে। তিনি বলেন, বারবার আমাদের আশ্বাস দিয়েও কোন ব্যবস্থা না নেয়া দুঃখজনক। দাবী না মানলে আগামীতে অনশন করার ঘোষণা দেন তিনি।

আরো দেখুন

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button