ফেনীতে ৩ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণের শুভ উদ্বোধন
শহর প্রতিনিধি-
মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৬ষ্ঠ পর্যায়), হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ফেনী জেলা কার্যালয়ের আয়োজনে জেলার শিক্ষকগণের ৩ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ উদ্বোধণের মাধ্যমে ১ম দিনের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
মঙ্গলবার (১৯ মার্চ) ফেনী জয়কালী মন্দিরের হল রুমে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ও হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শ্রী মিন্টু কুমার ভদ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ফেনী জেলা শাখার সভাপতি শ্রী শুসেন চন্দ্র শীল।
হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট ফেনী জেলা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার শ্রী পবিত্র বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফেনী জেলা শাখার সভাপতি শ্রী শুকদেব নাথ তপন, ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী অনিল নাথ, শ্রী শ্রী জয়কালী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তপন কুমার দাস।
ফেনী জেলার মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম স্কুলের ৬৫ জন প্রশিক্ষনার্থী প্রশিক্ষণে অংশগ্রহন করেন। মোট ৯টি ক্লাসের মাধ্যমে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণ আগামী ২১ মার্চ বৃহস্পতিবার শেষ হবে এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতী জ্ঞাপন করেছেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।
উক্ত প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষক হিসেবে রয়েছেন, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর জেলার দায়িত্বে নিয়োজিত ট্রাস্টি এড. শ্রী পাপ্পু সাহা, ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শ্রী মিন্টু কুমার ভদ্র, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিন আহমেদ, চট্টগ্রাম জেলা কার্যালয়ের মাষ্টারট্রেইনার শ্রী অসিত চন্দ্র দাস, প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট ফেনীর ইন্সট্রাক্টর ফারহানা আকতার, প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট ফেনীর ইন্সট্রাক্টর (শারীরিক শিক্ষা) শ্রীমতি প্রীতি দেবী, ফেনী সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক শ্রী বিজয় কুমার দাশ।