
শহর প্রতিনিধি-
ফেনী শহরের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ বাড়ী মন্দির কমপ্লেক্সে শ্রীধাম নবদ্বীপ থেকে আগত প্রভু নিত্যানন্দ আত্মজা বংশীয় প্রভুপাদ শ্রীল চৈতন্য সুন্দর গোস্বামীর আত্মজ গুরু পরম্পরা প্রভুপাদ শ্রীল শ্রী প্রিয় গোপাল গোস্বামীর আগমন।
এ উপলক্ষে ডাঃ দুলাল চন্দ্র দেবনাথের আয়োজনে ফেনীস্থ জগন্নাথ বাড়ী মন্দির কমপ্লেক্সে অদ্য ২৬ জুলাই রাত ৭.৩০ ঘটিকার সময় অনুষ্ঠিত হবে শ্রীমদ্ভাগবত কথার আলোচনা।
এতে ভাগতীয় রসসূধা আস্বাদন করাবেন প্রভুপাদ শ্রীল শ্রী প্রিয় গোপাল গোস্বামী। তারি ভক্তদের আয়োজনে অনুষ্ঠিত শ্রীমদ্ভাগবত পাঠান্তে সু-প্রিয় ভক্ত মহোদয়গনের জন্য কিঞ্চিত প্রসাদের আয়োজন করা হয়েছে।
সুতারাং ভক্তবৃন্দের সু-আগমনে জগন্নাথ বাড়ী মন্দির কমপ্লেক্স হয়ে উঠবে নব বৃন্দবন।