ফেনী জেলা বিএনপির পক্ষ থেকে ১৪৬টি পূজা মন্ডবের জন্য পাঁচ লক্ষ টাকা অনুদান

শহর প্রতিনিধি-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফেনী জেলা কমিটির পক্ষ থেকে শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেনীর ১৪৬ টি পূজা মন্ডপের জন্য আর্থিক অনুদান হিসাবে ৫(পাঁচ) লক্ষ টাকা প্রদান করেছেন।
বুধবার (২ অক্টোবর) বিকাল ৪.০০ ঘটিকায় ফেনী জয়কালী মন্দিরে অনুদানের চেক গ্রহন করেন ফেনী জেলা পূজা উদযাপন পরিষদ।
অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী দলের পক্ষে ফেনী জেলা জাতীয়তাবাদী দলের আহ্বায়ক জনাব শেখ ফরিদ বাহার, জেলা যুগ্ম আহ্বায়ক জনাব আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা কমিটির সদস্য এডভোকেট পার্থ পাল, ফেনী পৌর বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন বাবুল,,সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তপন কর, ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহজাহান।
এ সময় ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষে ছিলেন ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হীরা লাল চক্রবর্তী,ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, জেলা ঐক্য পরিষদের সিনিয়র সহ সভাপতি এডভোকেট সমীর কর, সাধারণ সম্পাদক লিটন সাহা, ফেনী জয়কালী মন্দিরের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তপন কুমার দাস, ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহদেব দাস,সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার বসাক,পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর দেব নাথ, সাধারণত সম্পাদক সুরঞ্জিত নাগ, কোষাধ্যক্ষ শান্তি রঞ্জন পাল,সহ জেলা পূজা কমিটির নেতৃবৃন্দ।