ফেনী পৌর পূজা উদযাপন পরিষদের ফুলেল শুভেচ্ছা
শহর প্রতিনিধি-
ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শ্রী শুসেন চন্দ্র শীলের সাথে নব-নবর্বাচিত কমিটি ফেনী পৌর পূজা উদযাপন পরিষদ এর ফুলের শুভেচ্ছা বিনিময়।
এসময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনিল নাথ, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সমীর কর।
ফেনী পৌর পূজা উদযাপন পরিষদের নব-নির্বাচিত কমিটির সভাপতি সমর দেবনাথ, সাধারণ সম্পাদক সুরঞ্জিত নাগের নেতৃত্বে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ সহ ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
উল্লেখ্যযে, গত ১৪ জুলাই ২০২৩ ইং তারিখে ফেনী জয় কালি মন্দিরে এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মাধ্যমে ফেনী জেলার অন্যতম ইউনিট ফেনী পৌর উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শ্রী ড. মিলন কান্তি দে। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শ্রী শুসেন চন্দ্র শীল।