রুনু রানী দাস দুই দিন ধরে নিখোঁজ
বিশেষ প্রতিনিধি-
রুনু রানী দাস (৫৬) স্বামী মৃত অর্জুন চন্দ্র দাস, গ্রাম- দক্ষিন জয়পুর, ডাকঘর- কেরামত গঞ্জ, লক্ষীপুর সদর, লক্ষীপুর গতকাল শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে ফেনী সদর উপজেলা ভাস্কর গ্রামে বাবার বাড়ী থেকে স্বামীর বাড়ী লক্ষীপুরে যাওয়ার পথে নিখোঁজ হয়।
রুনু রানী দাসের ছেলে রাজু দাস জানান গত ৫ দিন আগে ফেনী সদর ইউনিয়নের ভাস্কর গ্রামে মামার বাড়িতে বেড়াতে যান তার মা । বয়স হওয়ার কারনে বাড়িতে একা যেতে নিষেধ করেন মাকে। মা ছেলের এমক কথা হলেও মা রুনু রানী দাস নিজের বাড়ী লক্ষীপুরে চলে যেতে মন উদ্বিগ্ন হয়ে পড়েন মর্মে মামাদের পক্ষথেকে জানানো হয়।
কিন্তু গতকাল বিকেলে বাড়িতে ফিরে গেছে এমন খবর রুনু রানীর ছেলে রাজু দাস তা জানতেন না বা তাকে মামাদের বাড়ি থেকে কেউ জানানো হয়নি। এবং গাড়ীতে উঠিয়ে দেওয়ার জন্যও কেউ আসেন নি।
রোববার (৩ সেপ্টেম্বর) রাজু দাস মামার বাড়িতে ফোন করে জানতে পারেন তার মা গতকাল একা বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে মামার বাড়ী থেকে রওনা হয়। কিন্তু এখন পর্যন্ত তার মা বাড়ী ফিরেন নি।
এমতাবস্থায় যদি কোন ব্যক্তি তার মায়ের সন্ধান পেয়ে থাকেন তাহলে তার ব্যক্তিগত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন। ব্যক্তি গত মোবাইল নাম্বার হলো 01811943291.