উত্তর কাশিমপুর তরুন সনাতন সংঘের কার্যকরী কমিটি গঠন

সদর প্রতিনিধি
ফেনী সদর উপজেলার পাছঁগাছিয়া ইউনিয়নের উত্তর কাশিমপুর দাসপাড়া তরুন সনাতন সংঘের
কার্যকরী কমিটি গঠন করা হয়।

“মুখে নাম হাতে কর্ম মানব সেবাই পরম ধর্ম”
এ পতিপাদ্য নিয়ে ২০১০ সালে উত্তর কাশিমপুর দাস পাড়া কিছু তরুনের উদ্যোগে গঠন করা হয় তরুন সনাতন সংঘ।
বৃহস্পতিবার (৩ আগষ্ট) শ্রী সুদেব মজুমদারের সভাপতিত্বে এবং সকল সদস্য উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে আগামী এক বছর জন্য ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

নতুন কার্যকরী কমিটির সভাপতি পদে শ্রী কৃষ্ণ চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক পদে শ্রী কিশোর কান্তি দাস নির্বাচিত হয়।
কমিটির অপরাপর পদের সদস্যরা হলেন সহ- সভাপতি পদে শ্রী অনুপ মজুমদার, যুগ্ন সম্পাদক পদে শ্রী সুদেব মজুমদার, সাংগঠনিক সম্পাদক পদে শ্রী দিপু চন্দ্র দাস, দপ্তর সম্পাদক পদে শ্রী অন্তর চন্দ্র দাস, কোষাধক্ষ্য পদে শ্রী সোহাগ চন্দ্র দাস, প্রচার সম্পাদক পদে শ্রী অঞ্জন চন্দ্র দাস সাংস্কৃতি সম্পাদক পদে নিলয় দাস নির্বাচিত হয়।

ধর্মীয় ও সামাজিক সেবামূলক কর্মকান্ডে সহযোগিতা করার মানষিকতায় পথা চলার নিমিত্তে উক্ত সংগঠন কাজ করে। তাদের কাজের মধ্যে উল্লেখযোগ্য হলো, গীতা স্কুল পরিচালনা, মাসিক নগর কীর্তন করার মাধ্যে ধর্মীয় রীতি পারণ, সাপ্তাহিক হরিসেবা, বস্ত্র বিতরণ, গরীব অসহায় পরিবারের পাড়ে দাঁড়ানো, বিয়ে ও ধর্মীয় অনুষ্ঠান আয়োজনে আর্থিক সহযোগিতা করা।

সভায় নব -নির্বাচিত কমিটির সকল সদস্য ধর্মীয় ও সামাজিক সকল কর্মকান্ডেঐক্যবদ্ধ থেকে আগামীর পথ পাড়ি দিবেন বলে আশা ব্যক্ত করে।