অন্যান্য
এবারও পরশুরাম উপজেলায় সেরা শ্রী শ্রী রক্ষা কালী মন্দির শারদাঞ্জলি বিদ্যানিকেতন
৬টি পুরস্কারের মধ্যে ৪ জন উক্ত গীতা স্কুলের শিক্ষার্থী।
- প্রতি বছরের মতো এবারও পরশুরাম উপজেলার সনাতনী ভক্তবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত হলো গীতাপাঠ প্রতিযোগিতা।
শনিবার ((২৮ ডিসেম্বর) স্থানীয় শ্রী শ্রী মাঁতঙ্গী দেবী মন্দিরে উপজেলার বিভিন্ন গীতা স্কুল থেকে উভয় বিভাগে প্রায় ৫০ জন প্রতিযোগী অংশগ্রহন করে।
এতে ক ও খ উভয় বিভাগ থেকে ৬ জন প্রতি যোগীকে সেরা পুরস্কার প্রদান করা হয় এর মধ্যে মধ্যে ৪ জনেই শ্রী শ্রী রক্ষা কালী মন্দির শারদাঞ্জলি গীতা নিকেতনের ছাত্র ছাত্রী। ক বিভাগ হতে ১ম স্থান- তপাশ্রী রানী দেবী এবং ৩ য় স্থান- সৌমিক সাহা। অপর দিকে খ বিভাগ হতে ২য় স্থান- স্বর্ণালী দেবনাথ,৩য় স্থান- পূর্ণতা সাহা।
Everyday 1 Taka Fund এর সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে শ্রী শ্রী মা মাঁতঙ্গী মন্দিরের সভাপতি স্বপন কান্তি সাহা, এবং বিজ্ঞ বিচারক মন্ডলী হিসেবে ছিলেন E1TF এর সদস্যবৃন্দ।