জায়লস্কর ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে দুর্গাপূজাতে সনাতনীদের মাঝে উপহার বিতরণ
বিশেষ প্রতিনিধি
সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জায়লস্কর ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে স্থানীয় কালীবাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইমলাম এর অন্যতম সদস্য ও জায়লস্কর ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট শিল্প উদ্যোক্তা মেজবা উদ্দিন সাঈদ।
ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী জেনারেল ফখরুল ইসলাম মামুনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন
দাগনভূঞা উপজেলা জামায়াতের আমীর কাজী সালাউদ্দীন,জায়লস্কর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাইফুল ইসলাম। হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ জায়লস্কর ইউনিয়ন শাখার আহবায়ক নন্দলাল রায়, পূর্বহীরাপুর কালী বাড়ি কমিটির সভাপতি বিমল ভৌমিক, ৪ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোহাম্মদ ইব্রাহীম, সাবেক মেম্বার নিজাম উদ্দিন, সিলোনীয়া বাজারে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এনামুল হক এনাম সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।