দাগনভূঞাধর্মফেনীর-খবরসংগঠন সংবাদ
দাগনভূঞা উপজেলা যুব ঐক্য পরিষদের আহবায়ক কমিটি ঘোষনা
পাপন ঘোষ আহবায়ক, মিশু নাথ সদস্য সচিব।
দাগনভূঞা প্রতিনিধি-
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহযোগী সংগঠন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ দাগনভূঞা উপজেলা শাখার আহবায়ক পদে শ্রী পাপন ঘোষ ও সদস্য সচিব পদে শ্রী মিশু নাথ সহ ৩৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির নাম ঘোষনা ও অনুমোদন দেওয়া হয়।
১৯ আগষ্ট শনিবার ফেনী জেলা যুব ঐক্য পরিষদের আহবায়ক এড. শিপন বিশ্বাস ও সদস্য সচিব শ্রী সৌরভ সাহার স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ন আহবায়ক শ্রী ঝুটন পাল, যুগ্ন আহবায়ক শ্রী শ্যামল ভূঞা, যুগ্ন আহবায়ক শ্রী মিঠু পাল, যুগ্ন আহবায়ক শ্রী শুকদেব নাথ, যুগ্ন আহবায়ক শ্রী শিবু চন্দ্র দাস, যুগ্ন আহবায়ক শ্রী দীপ্ত চক্রবর্তী,
সদস্য- শ্রী রাজন কান্তি ভৌমিক, শ্রী বাবুল চন্দ্র দাস, শ্রী মুন্না মজুমদার, শ্রী লিকজন ভৌমিক, শ্রী অনিক মজুমদার, শ্রী রাজিব চন্দ্র দাস, শ্রী বিষ্ণুপদ দাস, শ্রী তাপস চন্দ্র দাস, শ্রী সজিব চন্দ্র দাস, শ্রী কমল দাস, শ্রী বিপুল ভৌমিক, শ্রী মানিক মজুমদার, শ্রী সজীব মজুমদার, শ্রী উজ্জল কান্তি দাস, শ্রী সঞ্জয় দাস, শ্রী ইন্দ্রজিৎ দাস, শ্রী খোকন চন্দ্র দাস, শ্রী শম্ভু চন্দ্র দাস, শ্রী বাবুল চন্দ্র দাস, শ্রী বিজয় চন্দ্র দাস, শ্রী রুবেল কর্মকার, শ্রী রনজিৎ চন্দ্র দাস, শ্রী অণিক ভৌমিক, শ্রী রনজিৎ চক্রবর্তী, শ্রী প্রদীপ চক্রবর্তী, শ্রী সুজন চক্রবর্তী।