দাগনভূঞাতে জন্মাষ্টমী উপলক্ষে সমাবেশ ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত
শোভাযাত্রায় হাজার হাজার ভক্তের অংশগ্রহন

দাগনভূঞা প্রতিনিধি-
মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের শুভ আবির্ভার পুণ্যতিথি জন্মষ্টমী উপলক্ষে বিশ্বশান্তি, দেশ ও জাতির মঙ্গল কামনায় সমাবেশ ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয় দাগনভূঞা কেন্দ্রীয় দুর্গা মন্দির কমপ্লেক্সে।
বুধবার (৬ সেপ্টেম্বর) দাগভূঞা উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী অনিল নাথ।
সমাবেশ ও মঙ্গল শোভাযাত্রায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী প্রাণরঞ্জন কুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্অপাদক শ্রী বিজন ভৌমিকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খাঁন,
উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমা, দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি মাষ্টার দুলাল চন্দ্র দাস, দাগনভূঞা দুর্গা মন্দির কমপ্লেক্স এর সাধারণ সম্পাদক শ্রী বিজন বিহারী ভৌমিক, জেলাপূজা উদযাপন পরিষদের সদস্য শ্রী উত্তম চক্রবর্তী।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা ঐক্য পরিষদের সাবেক সভাপতি শ্রী নিতাই চন্দ্র দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাকেক সভাপতি শ্রী সুভাষ ভৌমিক, সাবেক সাধারণ সম্পাদক মাষ্টার গোপাল সাহা সহ প্রমুখগন।
প্রধান অতিথির বক্তব্যের শুরুতে উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে উপস্থিত ভক্তবৃন্দদের কে শুভেচ্ছা জানান। এসময় তিনি বলেন, এদেশ আমাদের সকলে। এদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রীষ্টান সকলে মিলে স্বধীনতার জন্য সংগ্রাম করেছে।
তিনি বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার, যে কোন ধর্মীয় উৎসব সবার, আবার মানুষ হিসেবে আমাদের মধ্যে কোন প্রার্থক্য নেই, রক্তে মাংসে গড়া আমরা মানুষ। একি ভাবে মায়ের গর্ভ থেকে আমাদের আসতে হয়েছে, সুতারাং আমাদের মধ্যে জাতিগত বিভেদ তৈরী করার সুযোগ নেই। সকলের অধিকার রয়েছে এদেসে বাস করার এবং ভোটাধিকার প্রয়োগ করার।
আলোচনা সভা শেষে এক মঙ্গল শোভা যাত্রার আয়োজন করা হয়। উক্ত শোভাযাত্রা দাগনভূঞা কেন্দ্রীয় দুর্গান্দির থেকে শুরু হয়ে দাগনভূঞার প্রদক্ষিন করে আবার কেন্দ্রীয় দুর্গা মন্দিরে এসে শেষ হয়। এতে হাজার হাজার ভক্তবৃন্দ অংশগ্রহন করে।