অন্যান্য
পরিমল ভৌমিক দাগনভূঞা কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) নির্বাচিত

দাগনভূঞা প্রতিনিধি-
পরিমল ভৌমিক দাগনভূঞা উপজেলা কেন্দ্রীয় দূর্গা মন্দিরের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) বিকেল ৪.০০ ঘটিকায় দূর্গা মন্দির কমপ্লেক্স এ কার্য নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য যে গত, দীর্ঘ বছর সাধারন সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছিলেন মাষ্টার বিজন বিহারী ভৌমিকের। গত কয়েকদিন আগে তিনি পরলোক গমন করার কারনে উক্ত পদটি শূন্য থাকায় মন্দির কমিটির কার্য নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান নেওয়া হয়।
এসময় নব-নির্বাচিত সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) পরিমল ভৌমিক সকলের প্রতি আন্তরিক সহযোগিতা কামনা করেন।