জেলা-সংবাদধর্মসংগঠন সংবাদ

ফেনীতে ৭ দফা দাবীতে ঐক্য পরিষদের সকাল সন্ধ্যা গণঅনশন

শহর প্রতিনিধি-

সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতিপূর্ণসহ ৭ দফা বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী চলমান কর্মসূচীর অংশ হিসেবে ফেনীতে ঐক্য পরিষদের দিনব্যাপী গণঅনশন কর্মসূচি পালন করেছে।

ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা ঐক্য পরিষদের সভাপতি শ্রী শুকদেব নাথা তপনের সভাপতিত্বে গণঅনশন কর্মসূচীতে বক্তব্য রাখেন, সিনিয়র সহ- সভাপতি এ্যাডভোকেট সমীর কর, সাধারণ সম্পাদক লিটন মাহা, সহ- সভাপতি এ্যাডভোকেট রসিক শেখর ভৌমিক, ফেনী সদর উপজেলা শাখার সভাপতি পুলিন কুমার নাথ, সাধারণ সম্পাদক সাংবাদিক যতন মজুমদার, ফেনী পৌর কমিটির সভাপতি রিপন সাহা, এ্যাডভোকেট মানিক শর্মা, সাধারণ সম্পাদক অর্জুন কুমার নাথ, ফেনী জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি এ্যাডভোকেট শিপন বিশ্বাস সহ বিভিন্ন উপজেলার নেতুবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, সরকার সংখ্যালঘু সম্প্রদায়কে শুধুই আশার বানী শুনিয়েছে কিন্তু অদ্যাবধি নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতির কোনোটি পূরণ করেনি। এই দেশ সবার, সব জাতির মিলিত প্রচেষ্টায় আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে। একই দেশে জন্মগ্রহণ করে রাষ্ট্রের প্রতিটি কাজে সমদায়িত্ব পালন করলেও আমরা কেন আজ বারবার একটি কথা দিয়েই বিবেচিত হই সংখ্যালঘু। আমরা সংখ্যালঘুর তিরস্কার নিয়ে বাঁচতে চাই না। আমরা বাঁচতে চাই স্বাধীন সার্বভৌম অসাম্প্রদায়িক বাংলাদেশের নাগরিক হিসেবে।


এছাড়াও বক্তারা ২০১৮ সালের সরকারি দলের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি যেমন সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন অদ্যাবধি বাস্তবায়ন হয়নি। তাই আমরা সোচ্চার ও দীপ্ত কণ্ঠে বলতে চাই আমরা এদেশের নাগরিক এদেশের সমঅধিকার নিয়েই বাঁচতে চাই। সরকারের দেওয়া নির্বাচনী ইশতেহারের সঠিক বাস্তবায়ন চাই।

গণঅনশনে বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক নারী পুরুষ অংশগ্রহন করে।

আরো দেখুন

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button