অন্যান্যজেলা-সংবাদধর্মসংগঠন সংবাদ

ফেনী জেলা পূজা পার্বনের গীতাপাঠ প্রতিযোগিতার পুরষ্কার বিতরন

নিজস্ব প্রতিবেদক-

ফেনী জেলা পূজা পার্বন পেইজের অনলাইন ভিত্তিক শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগীতা পুরুস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে স্থানীয় জয়কালী মন্দিরে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) শ্রী প্রিতম পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন ফেনী ট্রাংক রোড জয়কালী মন্দির কমিটির সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার তপন কুমার দাস।

শ্রী ইমন দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিযোগিতার প্রধান বিচারক শ্রী উৎপল শীল, ছাত্র ঐক্য পরিষদ ফেনী কলেজ শাখার সহ সভাপতি প্রান্ত পাল, সাধারন সম্পাদক মিশুক দেবনাথ, ফেনী জেলা পূজা পার্বন গ্রুপের মডারেটর ইমন দাস ,বিশাখা দাস ,অন্তর পাল, অনন্যা দাস সহ প্রতিযোগী ও অভিভাবকবৃন্দ।

১ সেপ্টেম্বর ২০২৩ হইতে প্রায় ১ মাস ব্যাপি ফেনী জেলা পূজা পার্বন গ্রুপের ১ম বর্ষপূর্তি উপলক্ষ্যে অনলাইন ভিত্তিক শ্রীমদ্ভাগবদগীতা পাঠ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দুটি গ্রুপে ফেনী জেলা ও ফেনী জেলার বাইরে প্রায় অর্ধশতাধিক প্রতিযোগী অংশ নেয়।

এতে ক বিভাগ থেকে প্রথম স্থান অর্জ নকরে  অবন্তিকা কর, দ্বিতীয় স্থান অর্জন করে অনন্যা আচার্য, তৃতীয় স্থান অর্জন করে সিক্তা দাস প্রথমা সহ  প্রথম ১০ জনকে পুরষ্কৃত করা হয়।

খ বিভাগ থেকে প্রথম স্থান অর্জন করে অনিরুদ্ধ পাল দ্বিতীয় স্থান অর্জ নকরে রোদেলা মজুমদার পূর্না, তৃতীয় স্থান অর্জন করে অঙ্কিতা মজুমদার সহ প্রথম ৫ জনকে পুরষ্কৃত করা হয়।

অনুষ্ঠানের সভাপতি ও ফেনী জেলা পূজা পার্বন এর অ্যাডমিন প্রীতম পাল জানান শ্রীমদ্ভগবদগীতা প্রচারনা ও নতুন প্রজন্মকে শ্রীমদ্ভগবদগীতা পড়ার  উজ্জীবিত করতেই এই প্রতিযোগীতার আয়োজন করো হয়েছে।

এসময় তিনি বলেন ভবিষ্যতে বর্তমান প্রজন্মকে ধর্মীয় শিক্ষায় অনুপ্রাণিত করতে নানারকম কাজ করে যাবেন ফেনী জেলা পূজা পার্বন।  এছাড়াও উক্ত অনুষ্ঠানে শ্রীমদ্ভগবদগীতা পড়তে নানারকম দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন উপস্থিত অতিথি ও অভিভাবকবৃন্দ।

আরো দেখুন

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button