ফেনী জেলা বিএনপি সাথে ঐক্য পরিষদ নেতৃবৃন্দের মতবিনিময়

দেশে বিরাজমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফেনী জেলা নেতৃবৃন্দের সাথে ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দের মতবিনিময় সভা ফেনী জয়কালী মন্দিরে অনুষ্ঠিত হয়।
রবিবার (১১ আগষ্ট) ফেনি জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা জাতীয়তাবাদী দল”বিএনপির”ফেনী জেলা আহ্বায়ক শেখ ফরিদ বাহার।
,সভায় বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবদুল খালেক,ইয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী, পৌর বিএনপির আহব্বায়কও সদস্য সচিব, ফেনী জেলা বিএনপির সদস্য এডভোকেট পার্থ পাল চৌধুরী,ফেনী জেলা ছাত্র দলের সভাপতি সালাউদ্দিন মামুন,জেলা বিএনপির নেতা তপন কর।
ফেনী জেলা ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি এডভোকেট সমীর কর,ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি মাষ্টার হীরা লাল চক্রবর্তী।
সভা সঞ্চালনা করেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক লিটন সাহা।