অন্যান্য

ফেনী দৌলতপুর গিরিধারী আশ্রমে হরিনাম সংকীর্ত্তন ও মহোৎসব

১০০ বছর পদার্পণে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রীমদ্ভাগবত পাঠ ও ৭২ প্রহর মহানাম সংকীর্ত্তন।

নিজস্ব প্রতিনিধি-

ফেনীর জেলার অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান দৌলতপুর গিরিধারী আশ্রম, ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নে অবস্থিত উক্ত প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠার ১০০ বছর পদার্পণে উপলক্ষে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান,  শ্রীমদ্ভাগবত পাঠ ও ৭২ প্রহর মহানাম সংকীর্ত্তন।

অনুষ্ঠান সূচীর মধ্যে রয়েছে –
৯ পৌষ ১৪৩১ বাংলা ২৫ ডিসেম্বর ২০২৪ ইং বুধবার বিকাল ৩.০০ ঘটিকায় ভক্তিমূলক সঙ্গীত ও বৈদিক নৃত্যানুষ্ঠান।


সন্ধ্যায় গঙ্গা আহবানের মাধ্যমে নামযজ্ঞের শুভ অধিবাস ও শ্রীমদ্ভাগবত পাঠ। ভাগবত পাঠ করবেন বৈষ্ণবদাসানুদাস শ্রী রণি সাহা (ফেনী)।

১০ পৌষ ১৪৩১ বাংলা ২৬ ডিসেম্বর ২০২৪ ইং বৃহস্পতিবার ব্রহ্ম মুহুর্তে নামযজ্ঞের শুভারম্ভ হয়ে চলবে ১৮ পৌষ ১৪৩১ বাংলা ৩ জানুয়ারী ২০২৫ ইং শুক্রবার পর্যন্ত।

তবে উল্লেখ্য যে, ১৬ পৌষ ১৪৩১ বাংলা ১ জানুয়ারী ২০২৫ ইং তারিখ বুধবার হইতে ১৮ পৌষ ১৪৩১ বাংলা ৩ জানুয়ারী ২০২৫ ইং তারিখ শুক্রবার পর্যন্ত অর্থাৎ শেষ ৩ দিন প্রতিশ্রুতি কীর্ত্তনীয়া দল সমূহ নাম সংকীর্ত্তন পরিবেশন করবেন।

প্রতিশ্রুতি কীর্ত্তনীয়া দল হিসেবে নাম সংকীর্ত্তন পরিবেশন করবেন-

# শ্রী শ্রী সত্য নারায়ন সম্প্রদায়- ভোলা,  #শ্রী শ্রী কৈবল্য নাথ সম্প্রদায়- গোপালগঞ্জ, # শ্রী শ্রী দেবব্রত সম্প্রদায় – ভোলা, # শ্রী শ্রী দুর্গামন্দির সম্প্রদায়- নোয়াখালী, # শ্রী শ্রী ভক্তহরিদাস সম্প্রদায়- নরসিংদী, # শ্রী শ্রী গিরিধারী সম্প্রদায়- ফেনী

অনুষ্ঠানে ৬৪ মোহন্তের ভোগ ও মহা প্রসাদ বিরতণ করা হবে ১৮ পৌষ ১৪৩১ বাংলা ৩ জানুয়ারী ২০২৫ ইং তারিখ শুক্রবার।

আরো দেখুন

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button