ঐক্য পরিষদ দাগনভূঞা উপজেলা ও পৌর শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ দাগনভূঞা উপজেলা ও পৌর শাখার নব-গঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত।
শনিবার (৫ আগষ্ট) সকাল ১১ টায় দাগনভূঞা আতাতুর্ক স্কুলের মিজান মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সংগঠনের দাগনভূঞা উপজেলা কমিটির আহবায়ক এডভোকেট রশিক শেখর ভৌমিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ব খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড.নিম চন্দ্র ভৌমিক।
সদস্য সচিব আশীষ দত্তের সঞ্চালনায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলার চেয়ারম্যান দিদারুল কবির রতন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সহ সভাপতি অ্যাডভোকেট প্রিয়রঞ্জন দত্ত।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খাঁন, ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামল পালিত, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার সহদেব চন্দ্র বৈদ্য, ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, সাধারন সম্পাদক লিটন চন্দ্র সাহা,সহ সভাপতি অ্যাডভোকেট সমীর চন্দ্র কর ,যুগ্ম সম্পাদক যতন চন্দ্র মজুমদার, রিপন চন্দ্র সাহা,অধ্যাপক অজয় কুমার দেব ও ঐক্য পরিষদ দাগনভূঞা পৌর শাখার আহবাযক রাজেশ মজুমদার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক রাষ্ট্রদূত ড. নিম চন্দ্র ভৌমিক বলেন, আমরা এখনো সম-অধিকার, সম-মর্যাদা নিয়ে আন্দোলন করছি, স্বাধীনতার ৫১ বছর পরেও এ বিষয়টি নিয়ে আন্দোলন করা আমাদের জন্য লজ্জাজনক, অথচ ১৯৭১ সালে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে বাংলার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিষ্টান এক সাথে দেশ স্বাধীন করে। শুধু তাই নয় সংবিধানের চার মুলনীতির অন্যতম হলো ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। কিন্তু কি করা হয়ে সংবিধানকে, যা জাতির জন্য দুঃখজন।
আমাদের ঐক্য পরিষদের মুল স্লোগানই হচ্ছে ধর্ম যার যার রাষ্ট্র সবার, ধর্মীয় রাষ্ট্র নয় ধর্ম নিরেপক্ষ রাষ্ট্র চাই। আমরা সব ধর্মের মানুষকে নিয়ে এদেশে বসবাস করতে চাই।
এছাড়া অনুষ্ঠানে নতুন আহবায়ক কমিটিকে সবার মাঝে পরিচয় করিয়ে দেন এবং সকল প্রকার ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ব হয়ে কাজ করার আহবান জানান।