পরশুরাম শ্রীশ্রী মাঁ মাতঙ্গী দেবী মন্দিরের আহবায়ক কমিটি গঠন
২৫ সদস্য বিশিষ্ট এ কমিটির আহবায়ক শ্রী দীপ্তি লাল চৌধুরী ও সদস্য সচিব শিবু লাল নাথ

পরশুরাম প্রতিনিধি জিকন দেবনাথ
পরশুরাম বাজারে অবস্থিত শ্রীশ্রী মাঁ মাতঙ্গী দেবী মন্দিরের ২৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয় এতে পরশুরাম পাইলট হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক শ্রী দীপ্তি লাল চৌধুরী আহবায়ক ও পরশুরাম বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শ্রী শিবু লাল নাথ সদস্য সচিব নির্বাচিত হয়।

শুক্রবার (৩০ মে-২০২৫) বিকেলে স্থানীয় মাঁ মাতঙ্গী মন্দিরে প্রায় শতাধিক ভক্তের উপস্থিতিতে পূর্বের কমিটি বিলুপ্ত করে উক্ত আহবায়ক কমিটি গঠিত হয়।
যুগ্ন আহবায়ক হিসেবে নির্বাচিত হয়েছে- স্বপন সাহা ,বিমল হাজারী ,অমল চন্দ্র নাথ(অন্তপুর) ,হারাধন দেব নাথ হারু ,পরিমল ঘোষ, ভজন সরকার ও বাবুল চৌধুরী (বাউরপাথর)
সদস্য হিসেবে রয়েছে -রুবেল দেব নাথ, বিল্পব সাহা ,বলাই কর্মকার, শিপন দাশ, সুকান্ত নন্দি, দোলন দেব নাথ রিপন, সৈকত দেব নাথ, বাপ্পি বনিক, বিল্পব দেব নাথ, অজ্ঞন হাজারী, অংকুর বনিক, প্রবন সরকার, ও প্রশান্ত বনিক।
উপস্থিত সকলের প্রত্যাশা, এই আহ্বায়ক কমিটি একটি গ্রহণযোগ্য কমিটি। পাশাপাশি স্বচ্ছ ও জবাবদিহিতামূলক কাজ করার মাধ্যমে আগামী কিছু দিনের মধ্যে একটি পূর্নাঙ্গ স্থায়ী কমিটি গঠন করে মন্দিরের উন্নয়ন ও সকলের অংশগ্রহণ নিশ্চিত করবে বলে সকলে আশাবাদী।




