ফেনীতে গনেশপূজা উপলক্ষে গীতা পাঠের প্রতিযোগীতা অনুষ্ঠিত

শহর প্রতিনিধি-
ওম গং গণপতয়ে নমঃ
কোন ব্যক্তির জীবনে বিভিন্ন সমস্যায় জড়িয়ে থাকলে এবং তা থেকে মুক্তি পেতে হলে এই মন্ত্র জপ করুন। গণেশের এই চমৎকারী মন্ত্র জপ করলে জীবনের সব বাধা ও সমস্যা দূর হয়। এ মন্ত্র জপ করলে ভক্তরা শুভ ফল পাবেন।
শ্রী শ্রী গনেশ পূজা উদযাপন কমিটিরি আয়েজনে ফেনী শ্রী শ্রী জয়কালী মন্দিরে অনুষ্ঠিত হলো সরলার্থ সহ শ্রীমদ্ভাগবত গীতা পাঠ প্রতিযোগিতা।
সোমবার (১৮ সেপ্টেম্বর ২০২৩ইং, ৩১ ভাদ্র ১৪৩০বাংলা) বিকেলে তিনটি বিভাগে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১ম শ্রেণি থেকে ৩য় শ্রেণি পর্যন্ত শ্রীমদ্ভাগবত গীতার ৩য় অধ্যায়ের ৩৫তম শ্লোক সরলার্থ সহকারে পাঠ, চতুর্থ শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত চতুর্থ অধ্যায়ের ১৩তম শ্লোক সরলার্থ সহ পাঠ। অষ্টম থেকে দ্বাদশ পর্যন্ত দশম অধ্যায়ের ৩৪তম শ্লোক সরলার্থ সহ পাঠ।
প্রতিযোগিতায় তিনটি গ্রুপে প্রায় ৮০ জন প্রতিযোগী অংশগ্রহন করে এবং বিজ্ঞ বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন শ্রী রাজিব দাশ, শ্রী রূপম পাল, শ্রী পিযুষ সেন চেীধুরী, শ্রী উৎপল শীল।
উল্লেখ্য যে, আমাগীদিন মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকাল অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হবে।