ফেনী আনন্দপুর ঠাকুর বাড়ীতে অচেতন করে নগদ টাকা স্বর্নলংকার লুট
নিজস্ব প্রতিবেদক-
ফেনী ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়ের হাসানপুর ঠাকুর বাড়ীতে গতরাতে খাবারের সাথে চেতনা নাশক ঔষদ মিশিয়ে দিলে সে খাবার খেয়ে ২৫ জন অচেতন করে দুর্বৃত্তরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। অচেতন অবস্থায় সকলকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সুত্রে জানা যায় আনন্দপুর ইউনিয়নের হাসানপুর প্রামে ঠাকুর বাড়ীতে গতকাল দুপুরে উপনয়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য দুর দুরান্ত থেকে অনেক আত্মীয়স্বজন আসেন তাদের বাড়িতে।
অনুষ্ঠান শেষ হলে অনেক চলে গেলেও কিছু সংখ্যক আত্মীয় স্বজন রাতে থেকে যায়। আত্মীয় স্বজন ও পরিবারের সকলে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়ে। পর দিন সকাল দশটা বেজে গেলেও যখন ডাকাডাকির পর ও কেউ থেকে কেউ উঠতেছেনা তখন দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করলে দেখে সবাই ঘুমে অচেতন।এবং ঘরের জিনিষ পত্র এলোমোলো, আলমিরা ভাঙ্গা অবস্থা দেখে অনুমান করেন যে গত রাকে কোন এক সময় দুর্বৃত্তরা খাবারের সাথে চেতনা নাশক ঔষদ মিশিয়ে দেয়।
এঅবস্থায় সকলকে ফেনী ২৫০ শয্যা জেনালের হাসপাতালে ভর্তি করানো হয়। সকলের চিকিৎসা চলছে সেখানে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ জনকে প্রাথমিক চিকিৎসাকে অবস্থার উন্নতী হওয়ায় হাসপাতাল থেকে বাড়ীতে পাঠানো হয় বাকী ১৫ জন আরো পর্যবেক্ষনের জন্য হাসপাতালে রেখে দেওয়া হয়।
এদিকে থানায় অভিযোগ করলে কে বা কাহারা এ ঘটনার সাথে জড়িত তাহার তদন্ত শুরু করেছেন ফুলগাজী থানা।