ধর্মআইন-আদালতধর্মীয় অনুষ্ঠান

নোয়াখালীতে মণ্ডপে হামলায় তিন নারী আহত

একাত্তর যোগাযোগ

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার করিমপুরে একটি অস্থায়ী পূজা মণ্ডপে হামলার ঘটনা ঘটেছে। এসময় হামলাকারীদের আক্রমণে তিন নারী আহত হয়েছেন। পরে বিক্ষুব্ধ জনতা চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের করিমপুর থেকে গণিপুর সড়কে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ দেখায়।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের করিমপুর পূজা মণ্ডপে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন- একই এলাকার আলো রানী, লক্ষ্মী রানী দাস ও লক্ষ্মী রানী।

হামলার খবর পেয়ে দ্রুত সময়ে র‍্যাব ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

করিমপুর কালী মন্দিরের সভাপতি গণেশ রবি দাস বলেন, ৩০ থেকে ৩৫ জন ব্যক্তি এ হামলায় অংশ নেয়।

এ ঘটনায় শনিবার রাতে স্থানীয় শেখ সেলিমকে (৫০) প্রধান আসামি করে এজাহারনামীয় আরও দুইজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন রবি দাস। মামলায় অজ্ঞাত আসামি করা হয় আরও ২০ জনকে।

রবি দাস বলেন, চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকায় ২৬ বছরের পুরোনো জয় শিবা রবি দাস সংঘ কালী মন্দির। এ মন্দিরের পূজা মণ্ডপে কালীপূজা, সরস্বতী পূজা, বিশ্বকর্মা পূজা বেশি হয়। পূজা মণ্ডপ সংলগ্ন এলাকায় দাস সম্প্রদায়ের লোকজনের বসবাস।

তিনি আরও বলেন, এ মণ্ডপে পূজা হলেই স্থানীয় বাসিন্দা সেলিম এটা নিয়ে মতবাদ তৈরি করেন। শনিবার সন্ধ্যার সময় পূজা মণ্ডপে কোনো পুরুষ কেউ ছিলেন না। ওই সুযোগে সেলিমের নেতৃত্বে ৩০-৩৫ জন লোক পূজা মণ্ডপে হামলা চালায়। হামলায় তিনজন নারী আহত হন। এছাড়া একটি বিশ্বকর্মা প্রতিমা ভেঙ্গে যায়, একটি নির্মাণাধীন প্যান্ডেল ভাঙচুর করে একটি প্রণামি বক্স ও প্রতিমার সরঞ্জামাদি লুট করে নিয়ে যায় তারা। বেশ কিছুদিন আগে থেকে স্থানীয় শেখ সেলিম কালী মন্দিরের এ জায়গা নিজের বলে দাবি করে আসছে। জায়গার বিরোধে সে এ হামলা চালায়।

বেগমগঞ্জ থানার (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, একটা সরকারি খাস জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব আছে। পূজার প্যান্ডেল তৈরি করার সময় দুইজন লোক গিয়ে মালিকানা দাবি করে।

ওসি আনোয়ারুল ইসলাম আরও বলেন, এ ঘটনায় পূজার প্যান্ডেলে হামলা ও ধর্ম অবমাননার অভিযোগে মামলা নেয়া হয়েছে। ওই মামলায় এজাহারনামীয় আসামি তিনজন এবং অজ্ঞাত আসামি ২০ জন।

অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজিব জানান, বিরোধপূর্ণ সরকারি জায়গাতে হিন্দু সম্প্রদায়ের লোকজন পূজার প্যান্ডেল করার কারো নিকট থেকে কোনো অনুমতি নেয়নি। তারপরেও বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

আরো দেখুন

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button