ফেনীতে গনেশ পূজার নতুন কমিটি গঠন ও দায়িত্ব গ্রহণ
সভাপতি পদে সনজয় পাল তন্ময় ও সাধারণ সম্পাদক পদে সুমন সুত্রধর
নিজস্ব প্রতিনিধি-
ফেনীর জেলায় যুব সম্প্রদায়ের ঐতিহ্য শ্রী শ্রী গনেশ পূজা উদযাপন পরিষদ আগামী দুই বছর ২০২৪ ও ২০২৫ সালের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
এতে সভাপতি পদে শ্রী সনজয় পাল তন্ময় ও সাধারণ সম্পাদক পদে শ্রী সুমন সুত্রধর নির্বাচিত হয়।
ফেনী ট্রাঙ্ক রোডস্থ শ্রী শ্রী জয়কালী মন্দির প্রাঙ্গনে শ্রী শ্রী গণেশ পূজা উদযাপন কমিটির এক সভায় আগামী দুই বছরের জন্য তাদের নেতৃত্বে শ্রী শ্রী গনেশ পূজা উদযাপিত হবে।
উল্লেখ্য ধর্মীয় ও সামাজিক কাজে অংশগ্রহনের নিমিত্তে ফেনী শহরের একদল সনাতন ধর্মীয় তরুন ২০১৬ সালে শ্রী শ্রী গণেশ পূজা উদযাপন কমিটি গঠন করার মধ্য দিয়ে গনেশ পূজার শুভ সূচনা করা হয়।
সে থেকে ফেনীস্থ শ্রী শ্রী জয়কালী মন্দির প্রাঙ্গনে প্রতি বছর নতুন নতুন নেতৃত্বের মধ্য দিয়ে বিভিন্ন ধর্মীয় সংস্কৃতি পালণ করে থাকে।
তারুন্যে উদ্দীপ্ত এ সংগঠনটি অল্প সময়ের মধ্যে ফেনী জেলায় সনাতন ধর্মীয় জনগোষ্ঠীর মধ্যে সুনাম অর্জন করতে সক্ষম হয়। তাদের সৃজনশীল সকল কর্মকান্ড সারা দেশে সনাতন ধর্মালম্বীদের মাঝে আলোড়ন সৃষ্টি করে।