ফেনীতে বন্যার্তদের সাহায্যার্থে প্রবাসী ও স্থানীয় দাতাদের প্রদত্ত অনুদান বিতরণ।

শহর প্রতিনিধি-
ফেনী জেলায় বন্যার্তদের সাহায্যার্থে প্রবাসী ও স্থানীয়দের সহযোগিতায় ১৪৪ পরিবারকে নগদ অর্থ সহযোগিতা প্রদান করা হয়।
২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার ফেনী জয়কালী মন্দির কর্তৃপক্ষের আয়োজনে প্রতিটি পরিবারকে চার হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার প্রশাসক ও ফেনী স্হানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জনাব গোলাম মোহাম্মদ বাতেন।
এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, সাধারণ সম্পাদক লিটন সাহা, ফেনী জেলা ঐক্য পরিষদের সহ সভাপতি এডভোকেেট সমীর কর, এডভোকেট রসিক শেখর ভৌমিক,ফেনী জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট পার্থ পাল চৌধুরী, ফেনী জয়কালী মন্দিরের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তপন কুমার দাস ও কোষাধ্যক্ষ দিলিপ পাটোয়ারী সহ স্থানীয় নেতৃবৃন্দ।