জেলা-সংবাদধর্মধর্মীয় অনুষ্ঠানসংগঠন সংবাদ

ফেনীতে ৮ম বারের মতো গনেশ পূজার আয়োজন

শহর প্রতিনিধি-

ফেনীতে ৮ম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রী শ্রী গনেশ পূজা।

বাংলাদের মধ্যে সর্বৃবহৎ আয়োজন করে থাকে ফেনী গনেশপূজা উদযাপন কমিটি। এটি  সনাতনী সম্প্রদায়ের জন্য সর্বাধিক জনপ্রিয়  উৎসব এবং গনেশ হচ্ছে  বিঘ্নবিনাশক, কার্যসিদ্ধির, দেবতা, ধনের দেবতা, জ্ঞান-বিজ্ঞানের দেবতা।

আগামী ০১ লা অশ্বিন ,১৪৩০ বঙ্গাব্দ, ১৯ এ সেপ্টেম্বর , ২০২৩ খ্রিঃ রোজ মঙ্গলবার অনেক বর্নাঢ্য আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে।ফেনীর জয় কালী মন্দির ট্রাংক রোড় ফেনীতে।

অনুষ্ঠান মালা –
🪔 ৩১ ই ভাদ্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ এ সেপ্টেম্বর ২০২৩ ইং রোজ সোমবার ।
🌸 দুপুর ২ ঘটিকায়ঃ সরলার্থ সহ গীতা পাঠ প্রতিযোগিতা।
🌸সন্ধ্যা ৬ ঘটিকায়ঃ ঘটস্থাপন,গঙ্গা৷৷     আহবান,অধিবাস।

🪔০১ লা অশ্বিন , ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ এ সেপ্টেম্বর ২০২৩ ইং রোজ মঙ্গলবার ।
🌸সকাল ৭ ঘটিকায়ঃ শ্রী শ্রী গণেশ পূজা শুভারম্ভ।
🌸সকাল ৮ ঘটিকায়ঃ শ্রী শ্রী গণেশ দেবের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন।
🌸সকাল ১১ ঘটিকায়ঃ মাতৃ পূজা ও পিতৃ পুজা (শুধুমাএ কমিটির সদস্য দের জন্য)
🌸দুপুর ১২ ঘটিকায়ঃ রাজভোগ।
🌸দুপুর ১ ঘটিকায়ঃ মহাপ্রসাদ বিতরণ।
🌸সন্ধ্যা ৬ ঘটিকায়ঃমঙ্গল প্রদীপ প্রজ্বলন ও আরতি।
🌸সন্ধ্যা ৭ ঘটিকায়ঃ শ্রীমদ্ভগবদ্ গীতার শ্লোক পাঠ প্রতিযোগিতায় বিজয়ী দের নাম ঘোষণা ও পুরষ্কার প্রদান অনুষ্ঠান।
🌸রাত ৮ ঘটিকায়ঃ আরতি প্রতিযোগিতা আরম্ভ।

🪔 ০২ ই অশ্বিন , ১৪৩০ বঙ্গাব্দ, ২০ সেপ্টেম্বর ২০২৩ ইংরেজি,রোজ- বুধবার ।
🌸বিকাল ৩ ঘটিকায়ঃ প্রতিমা নিরঞ্জন

আরো দেখুন

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button