ফেনী জেলা যুব ঐক্য পরিষদের আহবায়ক কমিটি ঘোষনা
শহর প্রতিনিধি-
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ফেনী জেলা শাখার আহবায়ক কমিটি বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে। এডভোকেট শিপন বিশ্বাস কে আহবায়ক ও সৌরভ সাহাকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটির নাম ঘেষনা করেন।
কেন্দ্রীয় সভাপতি অনুমোতিক্রমে কমিটির অনুমোদন দিয়েছেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাপস কান্তি বল।
কমিটির অপরাপর নেতৃবৃন্দরা হলেন যুগ্ম আহবায়ক মাষ্টার টিটো দত্ত, বলাই কর্মকার, শুকদেব দাস, টুটুল বনিক, গোবিন্দ দাস।
সদস্যরা হলেন মিহির নাথ, মাষ্টার তাপস মজুমদার, বিভীষণ দেবনাথ, রুমন সাহা, রাজীব চৌধুরী, অজিত চক্রবর্তী, উত্তম দেবনাথ, জীবন চন্দ্র নাথ, কৃষ্ণ কুমার আচার্য, লিংকন চন্দ্র মজুমদার, সৌরভ মিত্র টিটু, তন্ময় পাল তনু, দীপায়ন বসাক অপু, জয়দেব নাথ, মাষ্টার মাধবী লতা দাস, এডভোকেট প্রাপ্ত সাহা, প্রান্তু বিশ্বাস, সজল চৌধুরী পলাশ, শুভ বৈষ্ণব, সজীব চক্রবর্তী, সজীব বসাক, সুজন চন্দ্র দাস, পিয়াল সাহা, বিপুল দেবনাথ।