কুমিল্লা অঞ্চলের গীতাপাঠ প্রতিযোগিতার শুভ উদ্বোধন
শহর প্রতিনিধি
জাতীয় পর্যায়ে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা অঞ্চলের শ্রীমদ্ভাগবত গীতাপাঠ প্রতিযোগিতার মাঙ্গলিক ভাবে উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন, পবিত্র গীতাপাঠ এবং শোকাবহ আগষ্ট মাস হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শদ্ধা জ্ঞাপন করা হয়।
শনিবার ১২ আগষ্ট ফেনী জয় কালী মন্দির প্রঙ্গনে মঙ্গল প্রদীপ প্রজ্জলের মাধ্যমে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক শ্রী নারায়ন সাহা মনি।
ফেনী জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ও ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শ্রী শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রী বিপ্লব দে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ফেনী জেলা শাখার সভাপতি শ্রী শুকদেব নাথ তপন, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এড. সমীর কর, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনিল নাথ এবং পূজা উদযাপন পরিষদ কুমিল্লা, কুমিল্লা মহানগর, চাঁদপুর, লক্ষীপুর, নোয়াখালী জেলা শাখার সভাপতি সম্পাদকগন।