ফেনীতে বর্নাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো জন্মাষ্টমীর উৎসব
নানান সাজে সজ্জিত হয়ে হাজার হাজার ভক্তের উপস্থিতি

শহর প্রতিনিধি
ফেনীতে ভগবান শ্রী কৃষ্ণের শুভ আবির্ভার পুণ্যতিথি জন্মষ্টমী উপলক্ষে বিশ্বশান্তি, দেশ ও জাতির মঙ্গল কামনায় সমাবেশ ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ফেনী জয়কালি মন্দিরে জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।
সমাবেশ ও মঙ্গল শোভাযাত্রায় ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শ্রী শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহাদাত হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এ্যাডভোকেট প্রিয়রঞ্জন দত্ত, জেলা ঐক্য পরিষদের সভাপতি শ্রী শুকদেব নাথ তপন, সাধারণ সম্পাদক শ্রী লিটন সাহা, জয়কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তপন কুমার কুমার দাস।
জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী অনিল নাথ ও পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সুরঞ্জিত নাগের সঞ্চালনা সাগত বক্তব্য প্রদান করেন জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক শ্রী হরিপদ সাহা।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, ভগবান শ্রীকৃষ্ণ শান্তির বার্তা বাহক, আজ থেকে ৫২৪৯ বছর আগে দাপর যুগে যখন ধর্মের পরিবর্তে অধর্ম বেড়ে গেছে এবং অসুরেরা খুন খারাপির মধ্যে আবিষ্ট হলে ভগবান শ্রীকৃষ্ণ শান্তি স্থাপনের জন্য আবির্ভূত হন। সে আদর্শকে বুকে ধারন করে আমাদের কে সমাজে শান্তি ও সত্যের পক্ষে কাজ করতে হবে।
তিনি বলেন ধর্ম যার যার উৎসব সবার, যে কারনে আজকে সরকারী বন্ধের দিন। সকলে মিলে যেন উৎসবে অংশগ্রহন করতে পারে সে জন্য সরকারী সকল অফিস কার্যক্রম বন্ধ রাখা হলো। তিনি উপস্থিত সকল ভক্তবৃন্দের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান।
সমাবেশে আলোচনা সভা শেষে মঙ্গল শোভা যাত্রার আয়োজন উদ্বোধন করেন জেলা প্রশাসক মোসাম্মৎ শাহীনা আক্তার।
উক্ত শোভাযাত্রা ফেনী শহরের গুরুত্বপূর্ণ সড়ক ট্রাংক রোড়, জেল রোড়, মাষ্টারপাড়া ও ফেনী দুই আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর বাস ভবনের সামনে দিয়ে উকিল পাড়া ফেনী মডেল হাই স্কুল হয়ে আবার জয়কালি মন্দিরে এসে শেষ হয়।
শোভা যাত্রায় ফুলগাজী পরশুরাম ছাগলনাইয়া সোনাগাজী দাগনভূঞা উপজেলা ও ফেনী সদরের অন্তর্ভুক্ত বিভিন্ন ইউনিয়ন থেকে বর্নিল সাজে সজ্জিত হয়ে হাজার হাজার ভক্তবৃন্দ অংশগ্রহন করে। এছাড়া জাগো হিন্দু পরিষদ, গনেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু মহাজোট সহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।